Tuesday, 29 October 2013

"আজ বিশ্ব স্ট্রোক দিবস"

 """""কি করে বুঝবেন স্ট্রোক হয়েছে ??......

এক বার পড়ে দেখতে পারেন""""""  

 

আমার বন্ধু আমাকে এই ছবিটি পাঠিয়েছে এবং আমাকে এই কথাগুলো ছড়িয়ে দেয়ার জন্য উৎসাহ দিয়েছে। আমরা সবাই যদি এই ছোট্ট সাধারণ সণাক্তকরণ উপায়টা শিখে ফেলি, তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো।