Wednesday 29 June 2011

"ফেসবুক এ চাকরি পেল এক বিখ্যাত হ্যাকার"

                                          নাম - জিওহট

জিওহট এর আসল নাম জর্জ হটজ । জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, ফেসবুক, বিখ্যাত হ্যাকার, জিওহটকে চাকরি দিয়েছে। তবে ফেসবুকে তার কাজ কি হবে এ সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা পরিস্কার  ভাবে কেউ কিছুই বলেনি। জর্জ হটজই প্রথম সনি প্লে-স্টেশন কনসোল ক্র্যাক করার পদ্ধতি আবিস্কার করেন।
জর্জ হটজ ২০০৮ সালে প্রথম একটি অ্যাপ্লিকেশন তৈরি করেন যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা তাদের আইফোন মডিফাই  করে অন্য নেটওয়ার্কে চালাতে পারবে। ঐ সময়ে অ্যাপলের সাথে এটি এন্ড টির চুক্তি থাকার কারণে আমেরিকাতে শুধুমাত্র এটি এন্ড টি আইফোন বিক্রি করতে পারত।একই সাথে হটজ সনি প্লে-স্টেশন ৩ হ্যাক করে কিভাবে পাইরেটেড গেমস এবং অ্যাপ্লিকেশন চালাতে হয় তা উদ্ভাবন করেন। সনি তখন তার বিরুদ্ধে মামলা করে। এর প্রতিবাদে "অ্যানোনিমাস" নামে একদল হ্যাকার তখন প্রতিষ্ঠানটির সার্ভার হ্যাক করে। পরে সনি  হটজ এর সাথে সবকিছু মিটমাট করে নেয়।

সুত্রঃ "The Wall Street Journal"

No comments:

Post a Comment