Friday, 24 June 2011

৩৯ জন স্ত্রী, ৯৪ জন ছেলেমেয়ে, ৩৩ জন নাতি নাতনী, তাদের থাকার জন্য ১০০ টি রুম নিয়ে শ্রীযুক্ত চানার সংসার

পৃথিবীর সবচেয়ে বড় পরিবার

৩৯ জন স্ত্রী, ৯৪ জন ছেলেমেয়ে, ৩৩ জন নাতি নাতনী, তাদের থাকার জন্য ১০০ টি রুম নিয়ে জনাব চানার সংসার । থাকেন ভারতের মিরোজামের ভকতওয়াং গ্রামে । বয়সে সবচেয়ে ছোট বউয়ের জন্য বরাদ্দ তার শোবার ঘরের পাশের ঘরটি , আর অন্যদের সাথে রোটেশন প্রথায় শোয়া থাকা বরাদ্দ করেন । বিয়ের জন্য কনে এখন ও খুজে চলেন , এমন ও হয়েছে এক বছরে ১০ টি বিয়ে করেছেন ।

                                                                        এটা বাড়ী
মিলিটারী প্রথায় উনার সংসার চলে, বড় বউয়ের হাতে সর্বক্ষমতা । তিনিই নিযুক্ত করেন কে কোন কাজ করবে । ৩০ টি মুরগি উনার পরিবারের রাতের খাওয়ার জন্য দরকার হয়, সাথে ২২০ পাউন্ড চাল ।


No comments:

Post a Comment