Monday 20 June 2011

"ডিভিডি কপি করতে গেলে "This DVD is copy-protected" error দিচ্ছে?"

আমার এক বন্ধু  একদিন একটা DVD নিয়ে এসে আমাকে কপি করে দিতে বলল । Nero দিয়ে কপি করতে গিয়েই ধাক্কাটা খেলাম! "This DVD is copy-protected" error  দেখাচ্ছে। অর্থাৎ কপি করা যাবে না। শুরু করে দিলাম গুগলিং। এবং পেয়ে গেলাম কিভাবে প্রটেক্টেড ডিভিডি কপি করা যায় তার তথ্য। যার সারাংশ হল, ডিভিডিকে কপি প্রটেক্টেড করার জন্য Content Scramble System (CSS) নামে একটা পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে CSS এনক্রিপ্টেড ডিভিডিগুলোকে ডিক্রিপ্ট করা ছাড়া কপি
করা সম্ভব নয়। ডিভিডি ডিক্রিপ্ট করার জন্য বেশ কিছু সফটওয়্যার পাওয়া যায়। এর মধ্যে আমার কাছে এই  প্রোগ্রামটি ভাল লেগেছে। এটি একটি ফ্রিওয়্যার ডিক্রিপ্টার। এর প্রধান বৈশিষ্ট্য হল, এটি ব্যাকগ্রাউন্ডে থেকে রিয়েলটাইমে ডিভিডিকে ডিক্রিপ্ট করতে পারে। ফলে প্রটেক্টেড ডিভিডি থেকে ডিস্ক টু ডিস্ক কপি করা সম্ভব  হয়। নীচের লিংক থেকে software  ডাউনলোড করুন, এখানে একটা vdo দেওয়া আছে । ডাউনলোড হয়ে গেলে সেটাপ চালু করুন। খুবই ছোট একটি প্রোগ্রাম এবং অত্যন্ত সরল এর ইনস্টলেশন। ইনস্টল হয়ে গেলে সিস্টেম ট্রেতে একটি মানুষের মাথার ছবির মত হলুদ আইকন দেখতে পাবেন। যখনই আপনি কপি প্রটেক্টেড কোন ডিভিডি ড্রাইভে প্রবেশ করাবেন হলুদ আইকনটি সবুজ হয়ে যাবে। তার মানে ডিভিডি কপি করার জন্য প্রস্তুত। এবার যে কোন ডিভিডি বার্নিং সফটওয়্যার(Nero ব্যবহার করাই উত্তম) দিয়ে ডিভিডিটি
কপি করে ফেলতে পারবেন।

                              ডাউনলোড লিঙ্ক
http://adf.ly/1rsaY

1 comment:

  1. Eto kichu tathya kota theke pele guru? Chaliye jau

    ReplyDelete