Monday 20 June 2011

"খুব কম খরচে বানান ইমারজেন্সী লাইট আপনার ups দিয়ে "

 প্রয়োজনীয় উপকরণ:
    * ১. 12 Volt, 15W, DC to AC converter( holder সমেত বা ছাড়া )  বা 12 Volt  (দাম ৫০-৬০   টাকা) ।
    * ২. ৫w/৯w/১৫ w এনার্জি সেভিং লাইট (দাম ৪০-১০০ টাকা)।
    * ৩. সংযোগ তার, এবং ।
    * ৪. বাল্ব হোল্ডার এবং টু পিন।

আমাদেরকে প্রথমে UPS কে পাওয়ার সাপ্লাই থেকে বিচ্ছিন্ন করে, সুইচ অফ করে সাবধানে UPS টিকে খুলে এর ব্যাটারীর দুটি কন্টাক পয়েন্ট থেকে দুটি তার বের করতে হবে। এ জন্য কোন সোল্ডারিং এর প্রয়োজন নেই।
তার দুটির কোনটি ব্যটারির পজিটিভ টার্মিনালের সাথে আর কোনটি নেগেটিভ সাথে লাগানো হয়েছে তা ভাল ভাবে চিহ্নিত করে রাখতে হবে। এ জন্য পজিটিভ টার্মিনালের জন্য লাল এবং নেগেটিভ টার্মিনালের জন্য কালো তার ব্যবহার করা ভাল। এখন UPS এর কাভার এবং প্রয়োজনীয় নাট লাগিয়ে ফেলতে হবে।আমাদের মূল কাজ সম্পন্ন হয়ে গেছে । এখন আমাদেরকে DC to AC converter টি   সংযোগ করতে হবে ।
ব্যস হয়ে গেল একটা  ইমারজেন্সী লাইট। সত্যিকারের যারা হবি ইলেক্ট্রনিক্স পছন্দ করেন এটি তাদের জন্য।

No comments:

Post a Comment