Tuesday 30 August 2011

কেউ কি এনাকে চেনেন ??????

এনার পিছনে কোনো মিডিয়া নেই। তাই আমরা এনার মতন ব্যাক্তিত্বের নামটুকুও  জানতে পারি না।  
 ইনি ভারতের সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের বিরুদ্ধে ১০ বছর ধরে অনশন করছেন।
নাম - "শর্মিলা ইরোম চানু"

    
    
মনিপুরের কিয়দংশসহ উত্তর-পূর্ব ভারতে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের বিরুদ্ধে ১০ বছর ধরে অনশন করছেন তিনিমনিপুরে বন্দি অবস্থায় অনশন করছেন তিনিদুই বেলা নাকে ঢোকানো নল দিয়ে ভিটামিন আর পুষ্টিকর খাদ্যের মিশ্রণ প্রবেশ করানো হয় তার শরীরেতবু মুখে খাবার খান না শর্মিলাদিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারের অনশন আন্দোলনে শরিক হওয়ার আমন্ত্রণ নিয়ে তার কাছে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।  আমন্ত্রণ প্রত্যাখ্যান করে শর্মিলা বলেন, মুক্ত পরিবেশে আন্দোলনের যে সুযোগ আন্না পাচ্ছে, গণতান্ত্রিক দেশের নাগরিক হয়েও তিনি তা পাননিতিনি আন্নার উদ্দেশ্যে বলেন, যদি আপনি সত্যি আমার বিষয়ে ভাবেন তাহলে আমাকে মুক্ত করুন

আপনি সফল হোন শর্মিলাবাংলাদেশের বিশেষ ক্ষমতা আইন, র‍্যাব, পাকিস্তানের রেঞ্জার, ভারত এবং শ্রীলংকার এনকাউন্টার; যেখানেই অপরাধ আছে সেখানেই আপনার মত অনেক শর্মিলা থাকবেমানবাধিকার রক্ষায় আপনার এ ত্যাগ শুধু প্রশংসার দাবীদারই নয়, রীতিমত ভাববার মতো বিষয়

আপনাকে হাজার হাজার প্রনাম। 
    

No comments:

Post a Comment