Sunday 26 August 2012

"এবার যেকোন ফাইল পাঠিয়ে দিন যে কারো কাছে আপলোড না করেই "

 "আপলোড না করেই এক স্থান হতে অন্য এক স্থানে এবার ফাইল পাঠিয়ে দেওয়া যাবে"


 আজ যে পদ্ধতি দেখাবো, এতে করে আপনি যদি কারো কাছে কোন ফাইল পাঠাতে চান, তবে আপনাকে তা আপলোড করতে হবেনা ! সরাসরি তা তার কাছে পাঠিয়ে দিতে পারবেন ! তবে আপনার ডাটা ঠিকই খরচ হবে।

  
আপনার কাছে একজন একটা ফাইল চাইলে  আপনি কি করেন ?

১. মিডিয়াফায়ারে বা ড্রপ বক্সে আপলোড করি, এটাই তো সোজা !
২. ই মেইল আছে কি করতে ? এটাচ করে সোজা
৩. এগুলোই তো , আর কি ?

আছে , এবং সেটা আরো সোজা ! আসুন পরিচিত হই

 
Beaming প্রযুক্তির সাথে !
হ্যা এর নাম বিমিং , আপনি আপনার ফাইলকে বিম করে সোজা পৃথিবীর যেকোন স্থানে পাঠিয়ে দিতে পারেন


Just Beam It
এ গিয়ে এটা করতে পারেন এই সাইটে গিয়ে আপনি যে ফাইল বিম করতে চান তা সোজা টেনে এনে ছেড়ে  দিন
নাহলে Select file to beam দিয়ে আপনি ব্রাউজ করে আপনার কাঙ্খিত ফাইল নির্বাচন করুন 


এখন আপনি আপনার ফাইলের নাম, এবং সাইজ দেখতে পাচ্ছেন সাথে এর উপরে একটি লিঙ্ক
ভাবছেন হয়তো,কি আশ্চর্য এই টেনে আনলাম, এতো দ্রুত আপলোড হয়ে লিঙ্ক দিয়ে দিলো ! না না ! কিছুই আপলোড হয়নি, , আপনি এই লিঙ্কটি যাকে ফাইল পাঠাবেন তাকে যেভাবেই হোক পাঠান, তারপরে সে এই লিঙ্ক ওপেন করলে আপনার কাছ থেকে তার কাছে সরাসরি ফাইলটি সেন্ড হতে থাকবে !

লিঙ্কটী কপি করতে লিঙ্কে শুধু একটি ক্লিক করে Control+C চাপ দিন, ব্যস
দেখুন এখানে আমি অন্য একটি ব্রাউজার দিয়ে এই লিঙ্ক ওপেন করলাম,

 

এভাবেই আপনার প্রাপকআপনার ফাইলটি দেখতে পাবেন লিঙ্ক ওপেন করলে এবং ডাউনলোডএর অপশন পাবেন   তো, ক্লিক করুন download file , এবার অপেক্ষা করবেন, ( যখন অপর প্রান্তে ডাউনলোড চলবে আপনাকেও আপনার ব্রাউজারে এটি ওপেন রাখতে হবে ), এবং আপানার নেট চালু রাখতে হবে।
 

তারপরে শেষ হয়ে গেলো,


শেষ মানে সত্যি সত্যি শেষ ! মানে একবার শেষ হয়ে গেলে ওই ফাইল এই জন্মে তো না, পরবর্তী ৭ জন্মেও আর ডাউনলোড করতে পারবেন না ! কেন ? আরে ভেবে দেখুন, এতে করে পুরো ইন্টারনেট অপ্রয়োজনিয় ফাইলে ভর্তি হবেনা, আর আপনার ফাইলো থাকবে এক শত ভাগ
নিরাপদ !
আপনি যাকে পাঠাবেন সে ছাড়া ওই ফাইল  কোন বাপের বেটার সাধ্য নেই ডাউনলোড করে !







 

No comments:

Post a Comment