Saturday 18 June 2011

"আসুন জেনে নিই কিভাবে বাংলায় মেইল পাঠানো যায় "( gmail এবং yahoo)

এটা খুব interesting জিনিস। তবে যারা জানেন, তাদের জন্য নয়।
সবার প্রথমে gmail এর compose option এ গিয়ে, ইউনিকোড বাংলা অপশন টি সিলেক্ট করে নিন।
এবার বাংলার মত ইংরাজীতে টাইপ করুন, এবং প্রতি শব্দের পর স্পেস বার দিন।
যেমনঃ ami স্পেসবার "আমি" kaj স্পেসবার "কাজ" kori স্পেসবার "করি"।

কিন্তু yahoo বেলা  এভাবে হবে না, কারণ সেখানে কোনো ইউনিকোড বাংলা অপশন
নেই। তাই এই ছোট্ট software টি ইন্সটল করে নিন। এবং তারপর software টি চালু করে, yahoo এর compose option এ গিয়ে ,একই ভাবে  বাংলার মত ইংরাজীতে টাইপ করুন।  এবার বাংলায় মেইল send করুন।


software টি ডাউনলোড করুন এই লিঙ্ক টি থেকে,
 http://adf.ly/1qrM6



1 comment: