Friday 17 June 2011

" মোবাইলের তথ্য জেনে নিন আইএমইআই নম্বরের মাধ্যমে "

প্রত্যেকটা মোবাইল ফোনের আলাদা আইএমইআই (IMEI) নম্বর থাকে। এই আইএমইআই নম্বর দ্বারা জানা যায় মোবাইল কোন ব্র্যান্ডের, কোন মডেলের এবং কোথায় তৈরী হয়েছে। আইএমইআই (IMEI) নম্বর জানা: মোবাইল ফোনে *#06# চাপলে ১৫-১৭ ডিজিটের সিরিয়াল নম্বর বা IMEI নম্বর আসবে। অথবা মোবাইল ফোনের ব্যাটারী খুললে সেটের সাথের স্টিকারে সিরিয়াল নম্বর বা IMEI নম্বর লিখা পাওয়া যাবে।

 এবার www.zalex.name থেকে Check IMEI সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে চালু করুন। এবার মোবাইল ফোন থেকে প্রাপ্ত সিরিয়াল নম্বর বা IMEI নম্বর এর প্রথম ৯ ডিজিট IMEI অংশে লিখে সার্চ করুন তাহলে নিচে ব্র্যান্ড, কোন মডেল এবং কোথায় তৈরী তার তথ্য আসবে।

No comments:

Post a Comment