Saturday 2 July 2011

মোবাইল এর কিছু বেসিক জিনিস (পর্ব -২)

আপনার মোবাইল কি আপনার জন্য ক্ষতিকর????
আমরা কম বেশী সবাই মোবাইল ফোন ব্যবহার করি। কিন্তু আমরা কি জানি সেট-টি ঠিক কতটা ক্ষতিকর..!!  মাত্র একটি কোড নাম্বার টাইপের মাধ্যমে আপনি নিজেই বিষয়টি জেনে নিতে পারেন। তাহলে শুরু করা যাকঃ-
আপনার হ্যান্ডসেটে টাইপ করুন- *#০৬# । এরপর ডায়াল করুন। সাথে সাথে ১৫ সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি নাম্বার (সিরিয়াল নাম্বার) চলে আসবে। এখন আপনি ৭ম ও ৮ম নাম্বারের দিকে লক্ষ্য করুন।

ক) যদি ৭ম ও ৮ম নাম্বারটি ০২ অথবা ২০ হয়, তাহলে আপনার হ্যান্ডসেটটির কোয়ালিটি খুবই খারাপ।
খ) যদি ৭ম ও ৮ম নাম্বারটি ০৮ অথবা ৮০ হয়, তাহলে হ্যান্ডসেটটির কোয়ালিটি মানসম্মত।
গ) যদি ০১ অথবা ১০ হয়, তাহলে হ্যান্ডসেটটি খুবই ভাল মানের।
ঘ) যদি ০৩অথবা ৩০ হয়, তাহলে হ্যান্ডসেটটি মোটামুটি ভাল মানের।
ঙ) যদি ০০ হয়, তাহলে হ্যান্ডসেটটি আসল কারখানায় তৈরি।
চ) আর যদি ১৩ হয়, তাহলেতো কথাই নাই। এর মান এতোই খারাপ যে, এটা আপনার স্বাস্থার জন্যে ক্ষতিকর হতে পারে।

No comments:

Post a Comment