Saturday 2 July 2011

জানেন কি ভবিষ্যতে মোবাইল ঠিক কিভাবে চার্য হবে?

 পিজোইলেকট্রিক্স পদ্ধতিতে

সম্প্রতি কোরিয়ার গবেষকরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে কথা বলার সময়ই মোবাইল ফোনটি চার্জ হয়ে যাবে। কথার শক্তি বা শব্দ শক্তিকে কাজে লাগিয়ে মোবাইলে চার্জ করার এই পদ্ধতিকে বলা হচ্ছে পিজোইলেকট্রিক্স। খবর গিজম্যাগের।

গবেষকরা  জানিয়েছেন, শব্দ এক প্রকার শক্তি। কম্পনের ফলে তৈরি হয় এই শক্তি। শব্দ কম্পন যখন যখন কোনো নির্দিষ্ট মাধ্যম এর মধ্যে দিয়ে যায় তখন শক্তি উৎপন্ন হয়। শব্দ তরঙ্গ সৃষ্টিতে বক্তা বিদ্যুৎ ব্যবহার করে। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যেভাবে শব্দ উৎপন্ন করা যায়, এ পদ্ধতিটি ঠিক তার বিপরীত প্রক্রিয়া।

গবেষকদের মতে, পিজোইলেটিক্স পদ্ধতিটিই মোবাইল ফোনে চার্জ করার কাজে ব্যবহার করা যাবে। এমনকি চাইলে শব্দযুক্ত কোনো স্থান থেকে তৈরি হওয়া বিদ্যুৎ  জাতীয় গ্রিডেও নেয়া যাবে।

এই পদ্ধতিতে ১০০ ডেসিবলের শব্দ ৫০ মিলিভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। অন্যদিকে মোবাইলে স্বাভাবিক কথাবার্তার সময় ৬০-৭০ ডেসিবল শব্দ করা হয়। তবে শব্দের মাত্রা কম হলেও গবেষকরা আশা করছেন কথা বলার সময় মোবাইলে চার্জ হবার মতো বিদ্যুৎ তারা উৎপন্ন করার প্রযুক্তি উদ্ভাবন করে ফেলবেন।

সূত্রঃ  "Advanced Materials"

No comments:

Post a Comment