Tuesday 5 July 2011

সাবধান! সাবধান! সাবধান!

                            ফেসবুকে  ভাইরাস

 আমি  ফেসবুক কম  ব্যবহার করিমাঝে মাঝে যাই আমার বন্ধু  অনেকদিন আগে বলেছিল যে ফেসবুকে কোনো ম্যসেজ এলে ক্লিক করবি না, ব্যাপার টা ঠিক জানতাম নাআজ ব্যাপার টা জানলাম।

আজকে গেলাম বেশ কিছুক্ষণ ফেসবুকে থাকার পর একটা চ্যাট ম্যসেজ এলো সেখানে লেখা ছিল “this u? http://www.amazingvideoshahasilly.com” যাচাই করে দেখা হল যে এটা এক ধরনের হ্যাক স্ক্রিপ্ট যা দিয়ে আপনার প্রতি ফ্রেন্ড এর কাছে চলে যাচ্ছে এই ম্যাসেজতাই আপনার ভুল করেও এই ধরনের কেউ উদ্ভট লিঙ্ক দিলে কক্ষনো ক্লিক করবেন নাআমি এখন পযন্ত বুঝতে পারলাম না যে, এটা কি ধরনের বা কি কাজ করে তবে এই টুকু বুঝতে পেরেছি যে এই স্ক্রিপ্ট আপনার ফ্রেন্ড লিস্ট কে হ্যাক সহ যেকোনো কিছু করতে সক্ষম তাই আমি আবারও বলছি কেউ এই ধরনের উদ্ভট লিঙ্কে ক্লিক করবেন নাযদি আপনার ফ্যামিলির কারোও কাছ থেকে এই ধরনের লিঙ্ক আসে তাহলে মনে করবেন সেই এই ভাইরাসে আক্রান্ত




 

 

 




No comments:

Post a Comment