Saturday 2 July 2011

কী ঘটবে ২০১২ সালে????????

"ধ্বংস হয়ে যাবে কি আমাদের এই সুন্দর ধরনী!!!!!!!!"

                                 ২১ ডিসেম্বর ২০১২। পৃথিবীর কোনো একটি শহর।

 হঠাৎ করে পুরো এলাকাটা  কেমন  অন্ধকার  হয়ে গেল। একেবারে নেই হয়ে গেছে সূর্য। পুরো পৃথিবী জুড়ে ঘুটঘুটে অন্ধকারের কালো চাদর। হঠাৎ লকলক করে মাটির ভেতর থেকে জ্বলে উঠলো তীব্র ভয়াবহ আগুন। প্রচন্ড শব্দে বিস্ফোরিত হচ্ছে একের পর এক সব স্থাপনা। সাগরের পানি ফুঁসে উঠে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে জনপদ।

ভয়াবহ শব্দে কানে তালা লেগে যাওয়া বিভ্রান্ত লোকজন ছুটোছুটি করছে। পরিস্কার করে কিছু বুঝে ওঠার আগে তান্ডব লীলায় নিমেষে ধ্বংস হয়ে যেতে লাগল গোটা জীবজগত।



এইচ জি ওয়েলসের লেখা কল্পকাহিনীর কোনো বইয়ের অনুচ্ছেদ এটি হতে পারতো এটি বা
স্পিলবার্গের বানানো নতুন কোনো সাই-ফাই মুভির একটি দৃশ্য। অথচ বলা হচ্ছে, এমনটি হবে বলেই নাকি ভবিষ্যৎবাণী করে গেছে আজ থেকে হাজার বছর আগের প্রাচীন এক সভ্যতার অধিবাসী ‘মায়া’রা। তাদের মতে হুমকির মুখেই রয়েছে আমাদের এই পৃথিবী। 

এই মুভিটা না দেখলে মিস করবেন।

http://adf.ly/1z0kS

  

No comments:

Post a Comment