Saturday 2 July 2011

গুগল প্লাস কি এবার ফেসবুকের জায়গা নেবে?

  গুগল প্লাস

   
ইন্টারনেটের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত ওয়েবসাইট গুগল সামাজিক যোগাযোগের জন্য গুগল প্লাস নামে একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। অনেকটা ফেসবুকের আদলে তৈরি করা হয়েছে এটি।
ফেসবুকের ৫০ কোটির বেশি ব্যাবহারকারী ও সামাজিক যোগাযোগের অন্যান্য ওয়েবসাইটগুলোর সাথে পাল্লা দিতেই এটি চালু করা হয়েছে। তবে এখনও এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরোপুরিভাবে চালু হবে আরও কিছুদিন পরে।
যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তাঁরা গুগল প্লাস ব্যবহার করতে পারবেন। এখানে ব্যক্তিগত তথ্য সংযোজন, ছবি আদান-প্রদান, স্টাটাস দেওয়া, চ্যাট করাসহ ফেসবুকের সব সুবিধাই থাকবে। যে কোন প্রতিষ্ঠানের ই-মেইল ব্যাবহারকারীকে বন্ধু হিসেবে এতে আমন্ত্রণ জানানো যায়। বন্ধুদের আলাদা আলাদা দলে বা সার্কেলে ভাগ করে নেওয়ার ব্যাবস্থাও আছে এতে। ফেসবুকের সঙ্গে জনপ্রিয়তার দৌড়ে আদৌও গুগল প্লাস টিকতে পারবে কিনা, তাই এখন দেখার বিষয়।

No comments:

Post a Comment