Thursday 4 August 2011

"জেনে নিন নোটপ্যাডের কিছু শক্তিশালী টিপস"


নোটপ্যাডের লেখা ভ্যানিশ করুন  ফাইল দেখলেও লেখা দেখা যাবে না


 একটি মজার ও শক্তিশালী ট্রিকস, যা আমি আপনাদের সাথে শেয়ার করছিআপনার ফাইল ঠিক ই থাকবে কিন্তু সেটা খুলে কেউ পড়তে চাইলে কোন লেখা দেখতে পারবে না

১. command prompt খুলুন Start–>Run এ গিয়ে টাইপ করুন cmd

২. এখন টাইপ করুন cd.. অথবা টাইপ করুন cd desktop তাহলে আমরা সকল কাজ করব ডেস্কটপে


৩. নিচের কোড গুলো command prompt এ টাইপ করে এন্টার দিন -
 
notepad amiguru.txt: hidden

৪. এখন একটি নোটপ্যাড ওপেন হবে সেখানে যা ইচ্ছে মতন লিখুন তারপরে ফাইলটি সেভ করুন শর্টকাট save করতে (Ctrl+s) চাপুন


৫. এখন যেখানে আমরা ফাইলটি বানিয়েছি এবং ফাইলের ভিতরে ইচ্ছে মতন লিখেছি কিন্তু C অথবা ডেস্কটপে দেখুন amiguru.txt নামের একটি ফাইল আছে সেটি ওপেন করুনকিছুই দেখা যাবে না

৬. লেখা  যদি পড়তে চান তাহলে command prompt এ গিয়ে নিচের কোড টাইপ করে এন্টার দিন তাহলেই সব লিখা পড়তে পারবেন
 
Notepad amiguru.txt:hidden

<NTFS file system ফাইল সিস্টেম পিসিতে না থাকলে হবে না, কোড গুলো সাবধানে টাইপ করবেন ছোট হাতের n এবং বড় হাতের N আছে খেয়াল করুনউলটা পাল্টা করলে কাজ করবে না/>।

No comments:

Post a Comment