Thursday 4 August 2011

"ইন্টারনেট এর গতি বৃদ্ধি করার কিছু সহজ ও কার্যকরি উপায় "

 
সাধারন টিপসঃ 
 
১.আপনার ইন্টারনেট কানেকশন যদি খুব স্লো থাকে তাহলে Browser এর Option এ গিয়ে Image Load করা বন্ধ করে দিন
যেমনঃ Firefox এর ক্ষেত্রে Option > Content এ গিয়ে Load images automatically এর টিক চিহ্ন উঠিয়ে দিন

২.সবসময় history, catch cookies ডিলিট করুনতবে খুব জরুরী website গুলি Favourites এ রাখতে পারেন

৩. Browser এর homepage www.google.com এ রাখবেনতবে Firefox এ ডিফাল্ট হিসেবে http://en-US.start3.mozilla.com/firefox?client=firefox-a&rls=org.mozilla:en-US13 ইন্টারনেট এর গতি বৃদ্ধি করার কিছু সহজ ও কার্যকরি উপায়fficial দেওয়া থাকেএটা পরিবর্তন না করাই ভালো

৪.Browser গুলির জন্য প্রচুর Add-on পাওয়া যায়খুব জরুরী না হলে এগুলি Use না করাই ভালো

৫.Browser theme ব্যবহার করবেন নাকারন এটা Browser কে স্লো করে দেয়

৬.ডিফাল্ট browser বার বার পরিবর্তন করবেন নাআর এক browser এর History বা Bookmarks অন্য browser Import না করাই ভালো

৭. কিছু software এর সাহায্যে আপনি আপনার ইন্টারনেট speed পরিমাপ করতে পারেনDU Meter তেমনি একটি software

৮.খুব ভালো এন্টিভাইরাস সফটওয়ার ব্যবহার করবেনআমার মতে ইন্টারনেট এর জন্য Norton Internet Security সবচেয়ে ভালোতারপর Avast ব্যবহার করে দেখতে পারেন। ((কখনই দুইটি Antivirus একসাথে ব্যবহার করবেন নাআপনার System Crash করতে পারে))
    

No comments:

Post a Comment