Monday 15 August 2011

"বিশ্বের ১০ টি ভয়ংকর অ্যাসল্ট রাইফেলঃ"

শান্তি প্রতিষ্ঠা অথবা স্বাধীনতা,দুটোর পেছনের রয়েছে যার অবদান

01: AK-47 সিরিজের রাইফেল


 
1 নম্বরে রয়েছে AK-47 সিরিজের রাইফেলঅ্যাসল্ট রাইফেলগুলো মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সোভিয়েত ডেভলপার Mikhail Kalashnikov সোভিয়েত আর্মির জন্য বন্দুকটি বানান 1300 ফুট রেঞ্জে 2300 ft\sec গতিতে গুলি ছুড়তে সক্ষম এটি
02: FN—SCAR রাইফেল
2 নম্বরে রয়েছে FN—SCAR রাইফেল US স্পেশাল ফোর্স রাইফেলটি ব্যবহার করে500-600 মিটার রেঞ্জে 600-650 রাউন্ড মিনিট হারে গুলি ছুড়তে সক্ষম বন্দুকটি

03: Steyr AUG রাইফেল

 

 
3 নম্বরে রয়েছে Steyr AUG রাইফেলবন্দুকটির নির্মাতা অস্ট্রেলিয়া300 মিটার রেঞ্জ মিনিটে 680-850 টি গুলি ছুড়তে সক্ষম বন্দুকটি


04: M-16 রাইফেল

 

 
4 নম্বরে রয়েছে M-16 রাইফেলএটি আমেরিকান আর্মির ব্যবহৃত প্রধান রাইফেল550m রেঞ্জে মিনিটে 700-950 টি গুলি ছুড়তে সক্ষম ভয়ংকর এই অস্ত্রটি

05: M-4 রাইফেল






 
5 নম্বরে রয়েছে M-4 রাইফেলবন্দুকটির নির্মাতা আমেরিকা300m রেঞ্জে মিনিটে 700-950 টি গুলি ছুড়তে সক্ষম অত্যাধুনিক এই রাইফেলটি


06: Heckler & Koch HK-416 রাইফেল

 


6 নম্বরে রয়েছে Heckler & Koch HK-416 বন্দুকটিজামার্ন ও আমেরিকার যৌথ উদ্যোগে এটি নির্মিত আমেরিকার ডেল্টা ফোর্সে বন্দুকটি ব্যবহৃত হয়প্রতি মিনিটে 850 টি গুলি ছুড়তে সক্ষম এটি


07: Barret REC7 রাইফেল




7 নম্বরে রয়েছে Barret REC7 রাইফেলএটির নির্মাতা মার্কিন যুক্তরাষ্ট্রবন্দুকটি 6.8mm রেমিনটন RPC কার্টিজ ব্যবহার করে600m রেঞ্জে এটি 750 রাউন্ড মিনিট হারে গুলি ছুড়তে সক্ষম

08: FAMAS রাইফেল

 

 8 নম্বরে রয়েছে FAMAS রাইফেলএটির নির্মাতা ফ্রান্স300 মিটার রেঞ্জে প্রতি মিনিটে 1000টি গুলি ছুড়তে সক্ষম বন্দুকটি

09: L85A2 রাইফেল

 

9 নম্বরে রয়েছে L85A2 রাইফেল বৃটিশ আর্মির ফ্রন্টলাইন সদস্যরা এটি ব্যবহার করেএর ম্যাগাজিনে 30 টি গুলি ধরার ব্যবস্থা রয়েছেপ্রতি মিনিটে 650 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম  এর রেঞ্জ 500 মিটার

10: G36 রাইফেল




10 নম্বরে রয়েছে G36 রাইফেলজার্মানীতে প্রস্তুত এই রাইফেলটি চালাতে 5.56x45mm ন্যাটো কার্টিজ লাগবেবন্দুকটি অটোমেটিক ভাবে চলে গ্যাস রোটেটিং বোল্ড অ্যাকশনের মাধ্যমেপ্রতি মিনিটে 750 রেঞ্জ গুলি ছুড়ে শত্রুকে ঘায়েল করতে সক্ষমএটির রেঞ্জ 600 মিটার

 তথ্য সূত্র" wiki.






No comments:

Post a Comment