Friday 15 July 2011

আপনার antivirus কি সত্যি কিছু কাজের????

 এই পরীক্ষাটা করে দেখুন

আমাদের মধ্যে বেশীরভাগ ব্যাক্তিই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি।কিন্তু এর সবচেয়ে  বড় সমস্যা হল ভাইরাস। এটি কখন কিভাবে আক্রমন করবে তা আমরা বুঝতে পারি না। আমরা আনেকেই জানি না যে  আমাদের  এন্টিভাইরাস কাজ করে কিনা? তবে আপনি ইচ্ছা করলে একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন এন্টিভাইরাসের কার্যকারীতা। 

চলুন তবে পরীক্ষাটা করা যাকঃ

প্রথমে নোটপ্যড খুলুন, তারপর এই কোডটি পেষ্ট করুন

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

এবার amiguru.bat নামে save করুন। 

এবার এন্টিভাইরাস দ্বারা ফাইলটি স্ক্যান করে দেখুন স্ক্যান করে ভাইরাস হিসেবে সনাক্ত করে কিনা। যদি ধরে তবে এন্টিভাইরাস সচল/active আছে, না হল এটি সঠিকভাবে কাজ করে না।


" আপনাদের ভয় পাবার কিছু নেই কারন এই virus টি  আপনার কম্পিউটার এর কোন ক্ষতি করবে না।"

No comments:

Post a Comment